অন্যান্য খবরইউএস নিউজ

টেক্সাসে গর্ভপাতের বড়ি ডাকযোগে পাঠানো রোধে বিল পাস

গর্ভপাতের বড়ি

টেক্সাসের সিনেটররা রিপাবলিকান-নেতৃত্বাধীন মার্কিন রাজ্যটিতে গর্ভপাতের বড়ি ডাকযোগে পাঠানো ব্যক্তিদের বিরুদ্ধে মামলার সুযোগ রাখতে একটি বিল পাস করেছেন। এর ফলে বিলটি আইনে পরিণত হওয়ার পথ সুগম হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

১৯৭৩ সালের রো বনাম ওয়েড রায় মার্কিন সুপ্রিম কোর্ট বাতিল করে দেওয়ার পর টেক্সাসে গর্ভপাতের সুবিধা সীমিত করার ক্ষেত্রে এটি সর্বশেষ পদক্ষেপ।

টেক্সাস রাজ্যের বাইরে থেকে গর্ভপাতের ওষুধ ডাকযোগে পাঠানো রোধে ‘হাউস বিল ৭’ গত সপ্তাহে রাজ্যটির হাউস অব রিপ্রেজেন্টেটিভে পাস হয়।

বিলটি গতকাল বুধবার সিনেটে পাস হয়েছে এবং এখন এটি রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটের কাছে রয়েছে। তিনি স্বাক্ষর করলেই বিলটি আইনে পরিণত হবে।

Related posts

নিউইয়র্কে সংগীতশিল্পী ড. অনিমা রায়ের সঙ্গীত সন্ধ্যা

msdzeroo

নিউইয়র্কে সিলেটের কৃতি সন্তান সহিদ আহমদ চৌধুরী ও আবদুল জব্বার জলিল এর সম্মানে মিট অ্যান্ড গ্রীট অনুষ্ঠিত

msdzeroo

পিজ্জা অ‍্যান্ড পোয়েট্রি: আড্ডা সাহিত‍্যের উন্মেষণ

msdzeroo

Leave a Comment