ভয়েস অব বাফেলো ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। জানিয়েছেন, ট্রাম্পের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছেন তিনি।
বুধবার (২৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে মাস্ক বলেন, ‘মার্কিন সরকারের একজন বিশেষ কর্মচারী হিসেবে আমার মেয়াদ শেষ হয়েছে। অপচয়মূলক সরকারি ব্যয় কমানোর সুযোগ দেয়ার জন্য আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাই। সময়ের সঙ্গে সঙ্গে ডিওজিই-এর লক্ষ্য আরও শক্তিশালী হবে।’
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পক্ষে প্রচারণায় অংশ নেন ইলন মাস্ক। টাকা-পয়সাও খরচ করেন বেশ। তার প্রতিদান হিসেবে সরকারে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি বা ডিওজিই নামে একেবারেই নতুন একটি বিভাগ সৃষ্টি করেন ট্রাম্প।
ইলন মাস্ককে করা হয় ওই বিভাগের প্রধান। তার বিভাগের প্রধান কাজ হলো, সরকারের দক্ষতা বৃদ্ধি ও ব্যয় কমানো। দায়িত্ব পাওয়ার পর বেশ ভালোভাবেই কাজ করছিলেন ইলন। তবে মাঝপথে তার কাজ নিয়ে শুরু হয় নানা বিতর্ক ও সমালোচনা। এমনকি বিক্ষোভের মুখেও পড়েন তিনি।
