মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশির সংখ্যা নিয়ে সঠিক কোনও তথ্য কারো কাছে নেই। বেসরকারি হিসেবে এ সংখ্যাকে পাঁচ থেকে সাত লাখের মতো বলা হয়ে থাকে। যদিও এসবের সমর্থনে কোন নির্ভরযোগ্য তথ্য প্রমাণ নেই। মার্কিন গবেষণা প্রতিষ্টান পিউ রিসার্চ সেন্টার বলছে, ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি হিসেবে নিজেদের পরিচয় দিয়েছেন আনুমানিক ৩ লাখ মানুষ। সম্প্রতি প্রকাশিত বিশ্লেষণী প্রতিবেদনটি ২০২১-২৩ সালের আমেরিকান কমিউনিটি সার্ভে (এসিএস) ডেটার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশি হিসেবে যারা নিজেদের চিহ্নিত করেছেন, তাদের মধ্যে ২ লাখ ৭০ হাজার জন শুধু বাংলাদেশি এবং অন্য কোনো জাতিগত বা বর্ণগত পরিচয় দেননি। এই “বাংলাদেশি এলোন” জনসংখ্যা ২০০০ সালের তুলনায় ৫৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে—তখন এই সংখ্যা ছিল মাত্র ৪০ হাজার।
আমেরিকায় বাংলাদেশি জনসংখ্যার মধ্যে ৭১ শতাংশই অভিবাসী, যদিও ২০০০ সালে এই হার ছিল ৮৪ শতাংশ। বাংলাদেশি অভিবাসীর সংখ্যা ২০০০ সালে ছিল ৩৫ হাজার যা ২০২৩ সালে দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজারে। তাদের মধ্যে ৫৫ শতাংশ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ১০ বছরের বেশি সময় ধরে এবং ৬০ শতাংশ ইতোমধ্যেই মার্কিন নাগরিকত্ব লাভ করেছেন।
বাংলাদেশি আমেরিকানদের মধ্যে ৫৬ শতাংশই ইংরেজি ভাষায় দক্ষ। তবে অভিবাসীদের মধ্যে এই হার ৪৭ শতাংশ, যেখানে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারীদের মধ্যে ইংরেজি দক্ষতার হার ৮৬ শতাংশ। বাংলাদেশিদের ঘরে সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হলো বাংলা—৮৬ শতাংশ। এরপর যথাক্রমে হিন্দি ১%, উর্দু ০.৩% এবং ক্যান্টনিজ ০.৩% ভাষা ব্যবহৃত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি এলোন জনগোষ্ঠীর ৪৪ শতাংশ (প্রায় ১ লাখ ১৫ হাজার) বসবাস করেন নিউইয়র্ক রাজ্যে। এছাড়া মিশিগানে ২০ হাজার, ক্যালিফোর্নিয়ায় ১৮ হাজার, টেক্সাসে ১৭ হাজার এবং নিউ জার্সিতে ১২ হাজার বাংলাদেশি বাস করছেন। মেট্রো এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিউইয়র্ক শহর এলাকায় প্রায় ১ লাখ ১০ হাজার বাংলাদেশি বাস করেন। ডেট্রয়েট ও ওয়াশিংটন ডিসিতেও যথাক্রমে ১৮ হাজার ও ১৫ হাজার জন বাংলাদেশির বসবাস।
বাংলাদেশি জনগোষ্ঠীর গড় বয়স ৩৩ বছর, যা সামগ্রিক এশীয় গড় বয়স ৩৪.৭ এর কাছাকাছি। অভিবাসী বাংলাদেশিদের গড় বয়স ৪০.৭ বছর, যেখানে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া বাংলাদেশিদের গড় বয়স মাত্র ১০.৬ বছর। অর্থাৎ নতুন প্রজন্মের বাংলাদেশিরা সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশি আমেরিকানদের মধ্যে ৫১ শতাংশেরই স্নাতক বা তার চেয়ে উচ্চতর ডিগ্রি রয়েছে। এর মধ্যে ২৪% স্নাতক ও ২৬% স্নাতকোত্তর। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী বাংলাদেশিদের মধ্যে উচ্চশিক্ষার হার অভিবাসীদের তুলনায় বেশি—৫৯% বনাম ৫০%। বাংলাদেশি প্রাপ্তবয়স্কদের মধ্যে ৭১% বিবাহিত, যা এশীয় গড় ৫৮% এর চেয়ে বেশি। অভিবাসী বাংলাদেশিদের মধ্যে এই হার ৭৭%, যেখানে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারীদের মধ্যে মাত্র ২৯% বিবাহিত।
বাংলাদেশি পরিবারগুলোর বার্ষিক গড় আয় ৭৮ হাজার ৪০০ ডলার, যা অন্যান্য এশীয় পরিবারগুলোর গড় আয় (১ লাখ ৫ হাজার ৬০০ ডলার) এর তুলনায় অনেক কম। পূর্ণকালীন কর্মরত বাংলাদেশিদের ব্যক্তিগত বার্ষিক গড় আয় ৫৬ হাজার ডলার, যেখানে এশীয়দের গড় ৭৫ হাজার ডলার। বাংলাদেশি জনগণের মধ্যে দারিদ্র্যসীমার নিচে বাস করছেন ১৪ শতাংশ, যা এশীয় গড় ১০% থেকে বেশি। অভিবাসী এবং যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী বাংলাদেশিদের মধ্যে এই হার সমান।
বাংলাদেশি পরিবারের মধ্যে হোমওনারশিপের হার ৫১%, যা অন্যান্য এশীয় পরিবারের তুলনায় ৬২% কম। আমেরিকায় বাংলাদেশি আমেরিকানদের জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, এবং এদের মধ্যে একটি বড় অংশ নিউ ইয়র্কে বসবাস করেন। শিক্ষায় অগ্রগতি ও সাংস্কৃতিক বন্ধনে দৃঢ় হলেও আয়, দারিদ্র্য ও আবাসনের ক্ষেত্রে এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। পরিসংখ্যানগুলো দেখায়, নতুন প্রজন্মের বাংলাদেশিরা ধীরে ধীরে যুক্তরাষ্ট্রে মূলধারায় যুক্ত হচ্ছে এবং ভবিষ্যতের পথ তৈরি করছে।
ভয়েস অব বাফেলো, ইউএস নিউজ
