অন্যান্য খবরইউএস নিউজ

শিশুদের কাছে অ্যানার্জি ড্রিংক বিক্রি নিষিদ্ধের উদ্যোগ

অ্যানার্জি ড্রিংক

ব্রিটেনে ১৬ বছরের কম বয়সীদের কাছে উচ্চমাত্রার ক্যাফেইনযুক্ত অ্যানার্জি ড্রিংক বিক্রি নিষিদ্ধ করতে নতুন আইন আনার পরিকল্পনার কথা আজ বুধবার জানিয়েছে দেশটির সরকার। এর ফলে রেড বুল-এর মতো জনপ্রিয় পানীয়গুলো আর ১৬ বছরের কম বয়সীদের কাছে বিক্রি করা যাবে না।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং এক বিবৃতিতে বলেন, ‘শিশুদের কাছে পানীয় বিক্রি থেকে দোকানগুলোকে বিরত রেখে আগামীর প্রজন্মকে স্বাস্থ্যবান ও সুখি হওয়ার ভিত্তি তৈরি করে দিতে সহযোগিতা করছি।’

ব্রিটেন সরকার মনে করে, সে দেশে ১৩ থেকে ১৬ বছর বয়সী এক-তৃতীয়াংশ শিশু অ্যানার্জি ড্রিংক পান করে। তারা অনেক সময় এমন অ্যানার্জি ড্রিংক পান করে, যেগুলোতে দুই কাপ কফির চেয়েও বেশি ক্যাফেইন রয়েছে। যদিও বেশিরভাগ সুপারমার্কেট আগেই স্বেচ্ছায় অ্যানার্জি ড্রিংক বিক্রিতে বয়সসীমা আরোপ করেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অভিভাবক ও শিক্ষকদের উদ্বেগের প্রতিফলন ঘটাতেই এবার সরকার সরাসরি উদ্যোগ নিচ্ছে। তরুণদের স্বাস্থ্য রক্ষাই এই উদ্যোগের মূল লক্ষ্য।’

তবে, কম ক্যাফেইনযুক্ত সফট ড্রিংক যেমন ডায়েট কোক বা চা-কফি এই নিষেধাজ্ঞার আওতায় আসছে না। বিষয়টি নিয়ে ১২ সপ্তাহ পরামর্শ চলবে। এসময় বিশেষজ্ঞ, সাধারণ মানুষ, খুচরা বিক্রেতা ও উৎপাদকদের মতামত নেওয়া হবে।

ব্রিটেনের বর্তমান আইন অনুসারে, প্রতি লিটারে ১৫০ মিলিগ্রামের বেশি ক্যাফেইনযুক্ত যেকোনো পানীয়ের জন্য সতর্কতামূলক লেবেলে লেখা থাকা বাধ্যতামূলক যে, এটি শিশুদের পানের জন্য নয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অ্যানার্জি ড্রিংক ক্ষতিকারক মনে নাও হতে পারে। তবে এখনকার শিশুদের ঘুম, একাগ্রতা ও সুস্থতার ওপর এর প্রভাব পড়ছে। এছাড়া অত্যধিক চিনিযুক্ত পানীয় তাদের দাঁতের ক্ষতি করে এবং স্থূল বানিয়ে দেয়।’

Related posts

নিউইয়র্কে সিলেটের কৃতি সন্তান সহিদ আহমদ চৌধুরী ও আবদুল জব্বার জলিল এর সম্মানে মিট অ্যান্ড গ্রীট অনুষ্ঠিত

msdzeroo

মেক্সিকোতে মাদক পুনর্বাসন কেন্দ্রে আগুন, নিহত ১২

msdzeroo

নিউইয়র্কে চারদিনের আন্তর্জাতিক বইমেলা, উদ্বোধন করবেন লেখক সাদাত হোসাইন

msdzeroo

Leave a Comment