অন্যান্য খবরসর্বশেয়

সৌদি আরবে ঈদুল আজহা ৬ জুন, হজ্ব ৫ জুন

সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী, দেশটিতে আগামী ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। মঙ্গলবার(২৭ মে ২০২৫) সৌদি কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। ঈদের আগের দিন ৫ জুন আরাফার দিনে পবিত্র হজ্ব অনুষ্ঠিত হবে।

সৌদি আরবের পাশাপাশি ওমানও ৬ জুন ঈদুল আজহা পালনের ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া একই তারিখে ঈদ উদযাপনের সিদ্ধান্ত জানায়। যুক্তরাষ্ট্র ও কানাডায়ও একই তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বলে জানা গেছে।
বাংলাদেশে ঈদ কবে?
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঈদ উদযাপনের পরদিন বাংলাদেশে ঈদ পালিত হয়। সে হিসাবে, চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে আগামী ৭ জুন (শনিবার) ঈদুল আজহা হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি।

উল্লেখ্য, ঈদুল আজহা ইসলামিক বর্ষপঞ্জির জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয়, যা হজের শেষ দিন হিসেবে বিবেচিত। বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় এই দিনে কুরবানির পশু জবেহ করে থাকেন।

বাফেলো বাংলানিউজ, এসজিএন

Related posts

পাক-ভারত লড়াই: বিশ্বে পাকিস্তানের অবস্থান তুলে ধরবেন বিলাওয়াল ভুট্টো

msdzeroo

ফক্স নিউজের উপস্থাপক হলেন শীর্ষ কৌঁসুলি

msdzeroo

মারা গেলেন পোপ ফ্রান্সিস

msdzeroo

Leave a Comment